Type Here to Get Search Results !

সহজে Article Rules Bangla জানতে আমাকে ক্লিক করুন

Article rules bangla, article কাকে বলে, article bangla, article এর নিয়ম, article এর ব্যবহার, ছন্দে ছন্দে article এর ব্যবহার

Article rules Bangla

A, anthe এর ব্যবহার কে Article বলে।

Article দুই প্রকার।

1. Indefinite Article

2. Definite Article

Indefinite Article: Aan কে Indefinite Article বলে কারণ তারা কোন অনিদিষ্ট ব্যক্তি, প্রাণী ও বস্তুকে বুঝায়। আর Indefinite Article singular countable Noun এর পূর্বে বসে।

যেমনঃ

i) He bought a phone.

ii) The man ate an egg.

Definite Article: The কে Definite Article বলে কারণ ইহা এক বা একাধিক বস্তু বা প্রানিকে নিদিষ্ট করে। Definite Article singularPlural উভয় প্রকার Noun এর পূর্বে বসে।

যেমনঃ

i) The man is happy.

ii) The boy is meritorious

A an এর ব্যবহার

Note-1: সাধারনত শব্দের শুরুতে Consonant থাকলে তার পূর্বে a বসে।

যেমন:
i) I have……...mobile phone .

(a)

ii) I read……...poem

(a)
Note-2:
সাধারনত শব্দের শুরুতে Vowel থাকলে তার পূর্বে an বসে। 

যেমন:
i) He has eaten ………….orange.

(an)

ii) I have seen……..Owl.

(an)

Note-3: কোন Singular Countable Noun এর পূর্বে a/an বসে। কিন্তু ঐ Singular Countable Noun টি দ্বিতীয় বার উল্লেখ থাকলে তার পূর্বে the বসে। 

যেমন:

i) I have read........book.

 ..........book is very fine.   

(a), (The).  

ii) 1 have eaten.............apple.    

..............apple is very tasty.       

(an), (The). 

Note-4: Number of এর পূর্বে athe বসে। Number of এর পরে verb টি Plural থাকলে a বসে এবং Singular থাকলে the বসে। 

যেমন :

i)..............number of students are absent. 

(A) 

ii)............number of students is absent. 

(The).

Note-5: কোন Word এর শুরুতে যদি Vowel “E/Eu/U” থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মত হয় তাহলে তার পূর্বে a বসে। আর তার উচ্চারণ যদি এর মত হয় তাহলে তার পূর্বে an বসে।

যেমন :

i)He is.........university teacher. 

(a).

ii) This is..........unique picture of the world.   

(a). 

iii) I have bought............umbrella from the local market.

(an).

iv) He is………...European.

(a).

v) I saw………..Ewe.

(a).

NB: এরকম সব শব্দগুলো হল united, university, utensil, unit, useful, union, unique, ewe, European, usurer etc.

Note-6: Such/rather/quite Noun এর মাঝে a/an বসে।

যেমন:
i) Such……..girl never does well in the exam.

(a).
ii) She is rather……….darling.

(a). 

Note-7: Many Noun এর মাঝে a আথবা× বসে। Noun টি Singular হলে A বসে আর Noun টি Plural হলে × বসে।

i) Many……….person is absent here.

(a). 

ii) Many…….students fail in life in spite of working hard.

(×). 

Note-8: Adjective + Noun এর পূর্বে a/an/the বসে। Noun টি singular হলে এবং adjective টি consonant দ্বারা শুরু হলে a বসে। Noun টি singular হলে এবং adjective টি vowel দ্বারা শুরু হলে an বসে। আর Noun টি Plural হলে the বসে।

i) Bangladesh is.......... democratic country in the world.

(a).

ii) Bangladesh is......... agricultural country.

(an).

iii) America, Canada, China and Japan……… developed countries in the world

(the).

Note-9: Vital role এর পূর্বে a বসে। আর important role এর পূর্বে an বসে। 

যেমন :

i) He plays...........vital role in the society. 

(a). 

ii) English plays..............important role to get a good job.

(an).

Note-10: Burden এর পূর্বে a বসে।

যেমন :

He is.........burden to the society.

(a).

Article এর ব্যবহার

Note-11: Must এর পূর্বে a বসে।  

যেমন : 

English is....................must to get a good job.

(a).

Note-12: Lead life এর মাঝে a / an বসে।

যেমন :

i) He leads..............happy life.

(a).

(ii) He leads............unhappy life.

(an).

Note-13: Public holiday/govt holiday এর পূর্বে a বসে কিন্তু holiday এর পূর্বে × বসে।

যেমন : 

Today is...............public holiday.

(a).

Today is...............holiday.

(×).

Note-14: O দ্বারা শুরু সকল শব্দের পূর্বে an বসে। কিন্তু O দ্বারা শুরু One শব্দটির পূর্বে a বসে ৷ আবার O দ্বারা কোন শব্দ শুরু হয়ে যদি তারপরে verb টি plural হয় তাহলে তার পূর্বে the বসে। 

ষেমন : 

i) I have seen................owl. 

(an). 

ii) I saw...............one eyed man.

(a).

iii) ……………… old are asset. 

(The). 

Note-15: H যদি এর মত উচ্চারণ হয় তাহলে তার পূর্বে a বসে। আর H যদি অ/আ এর মত উচ্চারণ হয় তাহলে তার পূর্বে an বসে।

যেমন : 

i) I have..............horse. 

(a).

ii) He is.............honest man in our village. 

(an).

iii) We had been learning English for............hour.

(an).

Note-16: Abbreviation এর প্রথম অক্ষর বাংলা স্বরবর্ণ হলে তার পুর্বে an বসে। আর ব্যঞ্জন বর্ণ হলে তার পূর্বে a বসে। 

যেমন :

i) He is................T .N. O (এখানে Abbreviation T .N. O এর উচ্চারণ টি এন ও অর্থাং প্রথম অক্ষরটি ব্যঞ্জন বর্ণ আছে)

(a)

এরকম আরো শব্দ ...B.A/B.Sc/B.B.A/B.Com/C.A/D.C/D.Lit/D.G/Ph.D/P.G(Post Graduate)/P.C(Police Constable)/P.S(Police Station)TI/

ii) He is...............M.A (এখানে Abbreviation M.A এর উচ্চারণ ম,এ অর্থাং প্রথম অক্ষর টি স্বরবর্ণ আছে)

(an).

এরকম আরো শব্দ SSC/I.A/I.Sc/I.Com/M.A/M.Sc/M.Com/FR.C.S/LL.B/L.M.F/A.D.C/M.D/M.P/M.B.B.S/S.B/S.P./I.C.T

Note-17: Couple, hundred, dozen,  thousand, million ইত‍্যাদির  পূর্বে a বসে।

i) He saw........couple sitting under a tree.

(a). 

ii) She wants to live for…..hundred year.

(a). 

Note-18: Mr./Mrs./Miss. এর পূর্বে a বসে।

i) You are...............Mr. Nazrul.

(a). 

Note-19: Easy task অথবা Easy work এর পূর্বে an বসে।

যেমন : 

 It is..................easy work. 

Note-20: Be verb এর পর সাধারণত a/an বসে। 

যেমন:
i) Ashik is………….student. 

(a). 

ii) It is……………..umbrella.

(an).
Note-21:
তুলনা অর্থে Proper noun যদি Common noun হিসাবে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে a/an বসে।

যেমন:
i) I see, You are…….Nazrul.

(a).
iii) Sonjoy will be able to become…. Imran Khan.

(a). 

Note-22: Hunting এর পূর্বে a বসে।

যেমন:

They went...............hunting.     

(a).
Note-23:
বাক‍্যের মধ‍্যে so/too থাকলে Adjective Noun এর মাঝে a/an বসে। 

যেমন:
i) He is so brilliant….…..teacher.

(a).
i) lt is too interesting……..matter.

Note-24: রান্নাকৃত খাবার (breakfast/lunch/dinner/supper) এর পূর্বে Adjective থাকলে তার পূর্বে a/an বসে।

যেমন:
i) I have……...good breakfast.

(a).
ii) He had………….ordinary lunch.

(an).
Note-25:
প্রবাদ বাক্যরে ক্ষেত্রে ঋতুর নামের আগে a/an বসে।

যেমন:
i) One swallow does not make….. Summer.

(a). 

পড়তে পারেনঃ

           The এর ব্যবহার

Note-1: Morning, evening, examination, afternoon, midnight, dead night ইত্যাদি এর পূর্বে the বসে।
যেমন:

i) He begins his work in …….. morning.

(the

ii) I will sit for……….examination. 

(the) 

Note -2: Plural Noun এর পূর্বে the বসে। 

যেমন : 

 ................men are playing in the field . 

(The). 

Note -3: শুধুমাত্র adjective এর পরে যদি verb টি plural হয় তাহলে ঐ adjective টির পূর্বে the বসে। কিন্তু ঐ adjective এর পরে Noun থাকলে তার পূর্বে a /an/ the বসতে পারে। তবে Noun টি singular হলে a /an বসে এবং Noun টি Plural হলে the বসে।

যেমন :

i)..............pious are happy. 

(The).

ii)............ pious man is happy. 

(A). 

iii)........... pious men are happy.

(The).

Note -4: Adjective এর শেষে est যোগ থাকলে তার পূর্বে the বসে।

যেমন :  

He is...............shortest boy in the class. 

(the).

Note -5: Adjective এর পূর্বে most যোগ থাকলে তার পূর্বে the বসে। 

যেমন:

She is.........most popular girl.

(the).

Note-6: দুই Noun এর মাঝে of থাকলে প্রথম Noun এর পূর্বে the বসে। 

যেমন:

i).............importance of English cannot be described in words.

(The).

ii).........…umbrella of Sabina is beautiful.

(The).

Note-7: Relative Pronoun (who, which  that) এর পূর্বে যে Noun থাকে তার পূর্বে the বসে। 

যেমন : 

i)..............boy who came here is my brother. 

(The).

ii).............pen which was bought yesterday looks nice.

(The).

Note-8: One of এর পরে the বসে। 

যেমন: 

i) One of..............boys was absent. 

(the).

Note-9: World, universe, globe, cosmos ইত্যাদি এর পূর্বে the বসে।

যেমন:

i) English is spoken all over …………… world. 

(the).

Note-10: At Cost of এর মাঝে the বসে।

যেমন:

i) At.............cost of bloody battle, we got our freedom.

(the).

Note-11: Very beginning এর পূর্বে the বসে।

যেমন:

 i) In............very beginning, I noticed him. 

(the).

Note-12: একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে the বসে।

যেমন:

i) Nazrul is...............Shelley of Bangladesh. 

(the).

ii) AK Fazlul Haque was the Burke of Bangladesh.

(the).
iii) Narayanganj is the Dundee of Bangladesh.

(the).
iv) Dhaka is the London of Bangladesh

(the).

Note-13: দুই এর সাথে তুলনা করতে Comparative Degree এর পূর্বে the বসে।

যেমন:

i) He is...........better of the two boys. 

(the).

Note-14: ঐতিহাসিক নাম, পদবী, উপাধি ও Plural পরিবারের নামের পূর্বে the বসে।

যেমন: 

i).............Headmaster of our school is very wise. 

(The).

Note-15: Musical instrument বা বাদ্যযন্ত্র বাজানো বুঝালে এর পূর্বে the বসে।

যেমন:  

i) He can play...........piano. 

(the). 

ছন্দে ছন্দে article এর ব্যবহার

Note-16: নিন্মের কবিতার শব্দগুলোর আগে the বসে।

চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী,

পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি,

উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী,

জাতি, সম্প্রদায়, যত-তত, ধর্মগ্রন্থ, পত্রিকা লিখলেন কবি।

জাহাজ, তারিখ আর ভৌগলিক নাম

এর আগে the এর ব্যবহার হয় সহজে জানলাম।

যেমন:

i).............sooner..........better.

(The), (the). 

ii) ............more you read, .............. more you learn.

(The), (the).

Such words are...the moon, the sun, the Red Sea, the Atlantic Ocean,  the Padma, the Himalayas, the Persian Gulf, the north, the south, the east, the west, the earth, the Indians, the Muslims, the holy Quran, the Daily Star, the Amir, the 24th October, the U.S.A, the United Kingdom

Note-17: USA/UK/UND/LDC/UNESCO/Punjab/Tajmahal/FrenchRevolution(ফরাসী বিপ্লব)/sepoy Munity(সিপাহী বিদ্রোহ)/Liberation war(মুক্তিযুদ্ধ) (অর্থযুক্ত দেশ অর্থযুক্ত স্থান/প্রসিদ্ধ প্রাসাদ ঐতিহাসিক ঘটনা বুঝালে তার পূর্বে the বসে।

যেমন : 

i) I have Visited..........USA / UK. 

(the). 

ii).......Tajmahal is very beautiful.

(the). 

Note-18: On Other hand এবং On Contrary এর মাঝে the বসে। 

যেমন :

He is a B .A. On ........... other hand, his brother is an M. A

(the) 

Note-19: নির্দিষ্ট করে কোন কিছু বোঝালে Countable/ Uncountable উভয় Noun এর পূর্বে the বসে।

যেমন:
i)..........boy is ill.

(The).
ii).........water of this glass is clean.

(The).
iii)........girl is intelligent.

(The).
iv)........book is interesting.

(The).
Note-20:
শুধুমাত্র Adjective এর পূর্বে কোন Article বসে না কিন্তু ঐ Adjective টি দ্বারা যদি পুরো শ্ৰেণী বা গোষ্ঠী বা জাতি বোঝায় অথবা ঐ Adjective এর পরে যদি Verb টি Plural বা V1 থাকে তাহলে তার পূর্বে the বসে।

যেমন:

i) The man is……….poor.

(×).

ii) She is…….happy in life.

(×).
iii). ……...poor are born to suffer.

(The).
iv). ……..rich are not always happy.

v).........industrious prosper in life.

(The).
vi)..........brave deserve the fair.

(The).
vii)..........honest prosper in life.

(The).
Note-21:
রাস্তার নামের পূর্বে article বসে না । কিন্তু রাস্তার নামের সাথে Road থাকলে তার আগে the বসে। 

যেমন:
i) He lives in……...Jalal Ahmed Road.

(The).
ii).........Nawabpur is very busy.

(×).
Note-22
: And দ্বারা কোন Noun যুক্ত হয়ে যদি তার পরে Verb টি Plural হয় তাহলে উভয় Noun এর পূর্বে the বসে। আর যদি Verb টি Singular হয় তাহলে প্রথম Noun টির পূর্বে the এবং দ্বিতীয় Noun টির পূর্বে × বসে।

যেমন:
i)........Headmaster and…...secretary are nice men .

(The, the).

ii)........Headmaster and…...secretary is nice men.

(The, ×).
Note-23:  
বৃত্তি বা পেশা বুঝাতে তার পূর্বে  the বসে।

যেমন:
i) I shall join……..bar.

(the).
ii) He has joined……...army.

(the).
Note-24: Hand/Belly/Ear/Hair/Leg/Neck/Horn/Face/Nose
ইত্যাদি words এর পূর্বে By/In/On থাকলে এর পূর্বে the বসে।

যেমন:
i) I took the bull by………..horn.

(the).
ii) The brick hit Shamim in……..

head.

(the).
Note-25: Common Noun
যদি Abstract Noun হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর পূর্বে the
বসে।

যেমন:
i)..........mother rose in her at the sad sight.

(The).
i) Everyday should acheck……….. beast in him.

(the).
Note-26:
সমগ্র বস্তুর অংশ বিশেষ বুঝাতে Adjective যখন Noun হিসেবে ব্যবহৃত হয় তখন এর পূর্বে the বসে।

যেমন:
i) I like……..yellow of the egg.

(the).

ii) I am fond of…....green of our national flag.

(the).
Note-27: Plural Noun
এর পূর্বে All/Both থাকলে ঐ Plural Noun এর পূর্বে the বা × বসে।

i) All……...students in the class passed the examination.

(the/×).
ii) Both……...children are good at maths.

(the/×).

Article cross এর ব্যবহার

Note-1: Possessive case যেমন: my, our, your, his, her, their, its, one’s, name’s  Noun এর মাঝে × বসে। 

যেমন:

i) I want your..............pen. 

(×) 

ii) One should do one’s…..duty.

(×) 

Note-2: Adjective Noun এর মাঝে × বসে। 

 যেমন:
i) He is a good…...….boy.

(×) 

ii)Joy was a noble…….person.

(×) 

Note-3: Public holiday / govt holiday এর পূর্বে a বসে। কিন্তু শুধুমাত্র holiday এর পূর্বে এর পূর্বে × বসে। 

যেমন:

i) Friday is............public holiday.

(a) 

ii) Friday is............holiday. 

(×) 

Note-4: Subject verb এর মাঝে × বসে। 

যেমন:

i) I.............sent the message. 

(x) .

ii) You……... will help me.

(x) .

Note-5: Be verb adjective এর মাঝে × বসে। 

যেমন:

i) He is...........happy. 

(×).

ii) She was……..foolish.

(×).

Note-6: To be verb v3 এর মাঝে × বসে। 

যেমন :

i)The book was.......written by her.

(×).

ii) The message will be…...sent timely.

(×).

Note-7: Adverb v3 এর মাঝে × বসে। 

যেমন :

i) He is very.............learned.

(×).

ii) He is popularly…….known.

(×).

Note-8: Lot of এর পূর্বে a বসে কিন্তু lots of এর পূর্বে × বসে। 

যেমন:

i)...........lot of trees have been cut down. 

(A).

(ii)..............lots of trees have been out down. 

(×).

Note-9: In time অথবা on time এর মাঝে × বসে কিন্তু at time এর মাঝে the বসে।

যেমন:

i)He came here on.............time.

(×).

ii) At..................time of his arrival, 1 was there. 

(the). 

Note-10: জার্তীর পূর্বে the বসে কিন্তু ভাষার পূর্বে × বসে।  আবার ভাষার নামের পরে language
থাকলে  এর পূর্বে the বসে।

যেমন:

i) He speaks...........English like ...........  English.  

(×) , (the).

ii).........English language is a very rich language.

(The).

Note-11: দুই noun এর মাঝে × বসে। 

যেমন:

i) Environment................pollution is a great problem. 

(×) 

Note-12: কোন Uncountable/Abstract Noun এর পূর্বে × বসে। 

যেমন:

i) …….water has no colour.

(×)
ii)........kindness is a great virtue.

(×)
iii)........milk is a nutrious food.

(×)
v).........oil floats on Water.

(×)
vi).........truthfulness is the greatest of all virtues in a man.

(×) 

vii) ............... water of this pond is dirty 

(The).

viii) ……..importance of English can’t be described in words.

(The).

Note-13: Man / woman এর পূর্বে a / the বসে কিন্তু মানব জাতি বোঝাতে man / woman এর পূর্বে × বসে। 

যেমন: 

i)................man has come.

(A/The).

ii)................man is mortal. 

(×)

iii).............woman is fond of flowers.

(×)

Note-14: Season এর নামের পূর্বে the বসে আবার (×)   বসে। 

যেমন:

i)..............spring has gone. 

( The/x). 

Note-15: দিন ও মাসের নামের পূর্বে × বসে। 

যেমন:

i).................. ..Friday is holyday.

(×).

Note-16: রোগের নাম যেমন: cold/fever/diarrhea/malaria/cholera/toothache/back-ache/stomach ache এর পূর্বে × বসে। 

যেমন: 

i)...............cancer is a fatal disease.

(×). 

ii) He is suffering from…….cold.

(×). 

Note-17: Allah / God এর নামের পূর্বে × বসে। 

যেমন:

i) .............Allah is almighty. 

(x). 

ii) Christian calls Allah…..God.

(x). 

Note-18: খেলার নামের পূর্বে × বসে। 

যেমন:

 i) I like to play............cricket.

(x).

ii)...........football is my favourite game.

(×). 

Note-19: Proper Noun বা কোন কিছুর নাম, একক অস্তিত্ব এবং প্রথম অক্ষর capital letter হলে এর পূর্বে  × বসে। 

যেমন:
i) My elder brother reads in…….Dhaka University.

(×). 

ii) My brother’s name is……..Rabiul.

(×).
Note-20: School/College/Madrasha/Hospital/Mosque
jail দ্বারা প্রাথমিক উদ্দেশ্য বুঝালে এর পূর্বে × বসে। 

যেমন:
i) Maharun goes to…….school daily.

(×). 

ii) He comes to Mosque on Friday.

(×).
Note-21: Bus/Train/Air/Boat/Lunch
ইত্যাদিতে মাধ‍্যমে যাওয়া বা ভ্রমণ করা বোঝালে এর পূর্বে × বসে। 

যেমন:
i) We went to Dhaka by……..train.

(×). 

ii) He came to Khulna by……bus.

(×). 

Note-22: Countable Noun যদি Plural হয় তাহলে এর পূর্বে the/x বসে। 

যেমন:
i).......cows are useful animals.

(The/×).
ii).........students are the future hope of a nation.

(The/×).
iii).........ants are industrial.

(The/×). 

iv)........dogs are faithful animals.

(The/×).
v)..........tigers are ferocious animals.

(The/×).
Note-23:
যদি Adjective এর পরে Noun না থাকে তাহলে ঐ Adjective এর পূর্বে × বসে। 

যেমন:
i) The boy is regular……. .

(×).
i. The girl was intelligent…….. . 

(×).
Note-24: Appositive
এর পূর্বে × বসে। 

যেমন:
i) Mr, Shakil,.......Headmaster of Paikgacha High School, is high educated.

(×). 

ii) Mr. Rabiul, Principal of Dhaka College, is very unwise.

(×).
Note-25:
সাধারণত রান্নাকৃত খাবার যেমন: Meals, Breakfast/Lunch/dinner/supper এর পূর্বে × বসে। 

যেমন:
i) We have…….supper at 10 p.m.

(×).
ii. Usually I take…...breakfast at 8 a.m.

(×). 

Note-26: Music/Poetry/Art ইত্যাদি এর পূর্বে × বসে। 

যেমন:
i) Tumpa loves…….…music.

(×). 

ii) I am fond of……...poetry.

(×).
Note-27: Computer/Television/Radio/Cinema/Facebook/Mobile phone/Internet
ইত্যাদি এর পূর্বে × বসে। 

যেমন:
i).......Facebook is an easy means of entertainment.

(×).
ii).......mobite phone is an ultra-modern invention of Science.

(×). 

Note-28: একটি মাত্র দ্বীপ,পৰ্বত বা হ্রদ বুঝালে এর পূর্বে × বসে। 

যেমন:
i)..........Srilankais an island.

(×).
ii)……….Mount Everest is the highest peak in the world.

(×).
iii)...........Caspian is the largest lake in the world.

(×).

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad