Type Here to Get Search Results !

Sentence কাকে বলে সহ Sentence সম্পর্কে বিস্তারিত আলোচনা

 

Sentence কাকে বলে, Sentence kake bole, sentence কাকে বলে কত প্রকার, assertive sentence, assertive sentence example

আমরা বাস্তব জীবনের দৈনন্দিন প্রয়োজনে ও অপ্রয়োজনে যেসব কথা বার্তা বলি এই সব কথা বার্তা ইংরেজি ৫ প্রকার Sentence এর যেকোন এক প্রকারের মধ্যে পড়ে। আমাদের কোন কথা বার্তা ৫ প্রকার Sentence এর বাইরে যায় না। যদি কারো কথা বার্তা ইংরেজি ৫ প্রকার Sentence এর বৈশিষ্ট্য না মানে কিংবা বাইরে যায় তাহলে তার কথাবার্তা কোন Sentence  না। আর এটাকে বলে No sentence. অথচ পরীক্ষার খাতা ছাত্রছাত্রীরা Sentence  না লিখে  শত শত No sentence লিখে খাতা বোঝাই করে রাখে। ফলে তারা কোন মার্কস না পেয়ে পরীক্ষায় ইংরেজিতে ফেল করে। তাই আজ আমি ছাত্র-ছাত্রীদের  No sentence লেখার হাত থেকে বাঁচানোর জন্য Sentence কাকে বলে সহ sentence সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। যদি কোনো ছাত্রছাত্রী আমার Sentence kake bole আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে তাহলে তার জীবনে পরীক্ষার খাতায় No sentence লিখে আর No marks পাওয়া লাগবে না। তাহলে এখন Sentence সম্পর্কে বাংলা ও ইংরেজিতে বিস্তারিত জানা যাক।

Sentence কাকে বলে

Sentence kake bole

কতকগুলি Word বা শব্দ একত্রে মিলিত হয়ে যদি বক্তা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাহলে ঐ Word বা শব্দ সমষ্টিকে Sentence বা বাক্য  বলে।

যেমন:

আমি কলেজে যাই।

I go to college.

Sentence কত প্রকার

অর্থ বা কাজ (Communicative function) অনুযায়ী Sentence ৫ প্রকার এবং গঠন (Communicative structure) অনুযায়ী Sentence ৩ প্রকার। এই আর্টিকেলে আমি  উভয় প্রকার  sentence নিয়ে বিস্তারিত আলোচনা করব।

5 types of sentences

অর্থাৎ কাজ বা অর্থের উপর ভিত্তি করে Sentence কে ৫ ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো

1. Assertive sentence 

2. Interrogative sentence         

3. Imperative sentence 

4. Optative sentence 

5. Exclamatory sentence 

এখন এই ৫ প্রকার Sentence সম্পর্কে বিস্তারিত জানা যাক।

Assertive sentence

Assertive sentence কাকে বলে: যে sentence দ্বারা কোন কিছুর বর্ণনা করা হয় তাকে Assertive sentence বলে।

যেমন:

ছেলেরা মাঠে ফুটবল খেলে।

The boys play football in the field.   

Assertive sentence দুই প্রকার।

যথা:

1.     Affirmative sentence 

2. Negative sentence 

Affirmative sentence: যে Sentence এর প্রথম Subject থাকে এবং শেষে Full stop থাকে তাকে Affirmative sentence বলে।

যেমন:

তারা বাড়ি যায়।

They go home.

Negative sentence: যে Sentence এর প্রথম Subject থাকে, শেষে Full stop থাকে এবং মাঝে not থাকে তাকে Negative sentence বলে।

যেমন:

তারা বাড়ি যায় না।

They don't go home.

Assertive sentence বাংলায় চিনিবার নিয়ম: Assertive sentence দ্বারা কোন কিছু জিজ্ঞাসা না করা কিংবা আদেশ, উপদেশ অনুরোধ ও নিষেধ না করা কিংবা প্রার্থনা ও আশীর্বাদ না করা কিংবা আবেগ প্রকাশ করা না বুঝিয়ে সচরাচর কোন কিছুর বর্ণনা করা বোঝায় এবং বাক্যের শেষে দাড়ি () থাকে। আর Assertive sentence এর মধ্যে না, নি, নাই ইত্যাদি উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে।

Assertive sentence ইংরেজিতে চিনিবার নিয়ম: Assertive sentence এর প্রথমে Subject এবং শেষে Full stop থাকে। আর Assertive sentence এর মধ্যে not উল্লেখ থাকতেও পারে, নাও পারে।

গঠন প্রণালী:

1. Affirmative: Subject + verb + ext.

যেমন:

আমি বিকালে চা খাই।

I take tea in the afternoon. 

2, Negative: Subject auxiliary verb + not + মূল verb + ext.

যেমন:

আমি বিকালে চা খাই না।

I don't take tea in the afternoon

Assertive sentence example

সাতার কাটা একটি ভাল ব‍্যায়াম।

Swimming is a good exercise.

সকালে উঠা স্বাস্থ্যের জন্য ভাল।

Getting up early in the morning is good for your health.

ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

Smoking is injurious to health.

সে পায়ে হেঁটে এখানে এসেছিল।

He came here on foot.

ভুল করা মানুষের স্বভাব।

To err is human.

ক্ষমা স্বর্গীয়।

Forgiveness is divine.

আজ হোক কিংবা কাল হোক সত্য প্রকাশিত হবেই।

Today or tomorrow the truth must come out.

মিথ্যা বলা মহাপাপ।

To tell a lie is a great sin.

হাটা একটি ভাল ব‍্যায়াম।

Walking is a good exercise.

১০আমি চা অপেক্ষা দুধ পছন্দ করি।

I prefer milk to tea.

Interrogative sentence

Interrogative sentence কাকে বলে: যে sentence দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কিংবা কোন কিছু জানতে চাওয়া হয় তাকে Interrogative sentence বলে।

যেমন:

ছেলেরা কি মাঠে ফুটবল খেলে?

Do the boys play football in the field?          

Interrogative sentence কত প্রকার

Interrogative sentence দুই প্রকার। যথা:

1. Affirmative interrogative sentence

2. Negative interrogative sentence

Affirmative interrogative sentence

যে Interrogative sentence এর মধ্যে not থাকে না তাকে Affirmative interrogative sentence বলে।

যেমন:

কে এটা করতে পারে?

Who can do this?

Negative interrogative sentence

যে Interrogative sentence এর মধ্যে not থাকে তাকে Negative interrogative sentence বলে।

যেমন:

কে এটা করতে পারে না?

Who can't do this?

সাধারণত Interrogative sentence দ্বারা Question করা হয়। আর question দুই ধরনের হয়ে থাকে। 

1.Yes-No question 

2. WH question

Yes-No question: যে Interrogative sentence auxiliary verb দ্বারা শুরু হয় তাকে Yes-No question বলে।

যেমন:

তারা কি ইংরেজি শেখে?

Do they learn English?

WH question: যে Interrogative sentence WH words যেমন: What Which, Who, Whom, Whose, Where, When, How  Why দ্বারা শুরু হয় তাকে WH question বলে।

যেমন:

তারা কখন ইংরেজি শেখে?

When do they learn English?

Interrogative sentence বাংলায় চিনিবার নিয়ম: Interrogative sentence দ্বারা কোন কিছু জিজ্ঞাসা করা কিংবা জানতে চাওয়া হয় এবং বাক্যের শেষে প্রশ্ন বোধক চিহ্ন থাকে। আর Interrogative sentence এর মধ্যে না, নি, নাই ইত্যাদি উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে।

Interrogative sentence ইংরেজিতে চিনিবার নিয়ম: Interrogative  sentence এর প্রথমে Auxiliary verb + Subject অথবা  WH words + auxiliary verb + Subject থাকে এবং শেষে note of interrogation (?) উল্লেখ থাকে। আর Interrogative  sentence এর মধ্যে not উল্লেখ থাকতেও পারে, নাও পারে।

গঠন প্রণালী:

1.     Yes-No question: Auxiliary verb + subject + verb + ext +?

যেমন:

তুমি কি দুধ খাবে?

Will you drink milk? 

2. WH question: WH words + auxiliary verb+ subject + verb + ext +?

যেমন:

তুমি কখন দুধ খাবে?

When will you drink milk?

Interrogative sentence example

 তুমি আমার বন্ধু হবে?

Will you be my friend?

। আমি কি তোমাকে সাহায্য করতে পারি?

Can I help you?

 তুমি কি সাতার কাটতে জানো?

Do you know how to swim?

 সে কি ধুমপান করে?

Does he/she smoke?

 তারা কি মাঠে গিয়েছিল?

Did they go to the field?

 তুমি কখন আসবে?

When will you come?

 সে কোথায় থাকে?

Where does he/she live?

 আমি কখন তোমার সাথে সাক্ষাৎ করব?

When will I meet you?

 তোমার পরিচয় কি?

What is your identity?

১০ সে কিভাবে ঢাকা থেকে আসবে?

How will he/she come from Dhaka?

Imperative sentence

Imperative sentence কাকে বলে: যে sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ করা বোঝায় তাকে Imperative   sentence বলে।

যেমন:

সময় মতো ওষুধ খাবে।

Take medicine timely.    

Imperative sentence বাংলায় চিনিবার নিয়ম: Imperative sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ করা বোঝায় এবং বাক্যের শেষে দাড়ি থাকে।

Imperative sentence ইংরেজিতে চিনিবার নিয়ম: Imperative sentence এর প্রথমে V1 অথবা Adverb + V1 অথবা Do not/don’t অথবা Let থাকে এবং শেষে Full stop থাকে।

গঠন প্রণালী:

1. Verb + ext.

যেমন:

আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়।

Read the article attentively. 

2. Adverb + verb + ext.

যেমন:

সর্বদা সত্য কথা বলবে।

Always speak the truth. 

3. Do not/don’t + verb + ext.

যেমন:

খারাপ ছেলেদের সাথে মিশো না।

Don't mix with the bad boys.  

4. Let + object + verb + ext.

যেমন:

আমাকে ইংরেজি শিখতে দাও।

Let me learn English. 

পড়তে পারেনঃ

Imperative sentence example

 কখনও মিথ্যা বলিও না।

Never tell a lie.

 সর্বদা সত্য কথা বলবে।

Always speak the truth.

 শিক্ষকদের সম্মান করবে।

Respect your teachers.

 পিতামাতাকে মান‍্য করবে।

Obey your parents.

 খারাপ ছেলেদের সাথে মিশবে না।

Don't mix with the bad boys.

 পরীক্ষায় নকল করবে না

Don't copy in the examination.

। চল ঘুরে আসি।

Let's go out.

 চল ঝগড়া মিটিয়ে ফেলি।

Let's settle the dispute.

 আমাকে বিষয়টি দেখতে দাও।

Let me see the matter.

১০ তাকে কাজটি করতে দাও।

Let him do the work.

Optative sentence

Optative sentence কাকে বলে: যে sentence দ্বারা কোন আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায় তাকে Optative   sentence বলে।

যেমন:

আল্লাহ তোমার মঙ্গল করুক।

May Allah bless you.    

Optative sentence বাংলায় চিনিবার নিয়ম: Optative sentence দ্বারা কোন আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায় এবং বাক্যের শেষে দাড়ি থাকে।

Optative sentence ইংরেজিতে চিনিবার নিয়ম: Optative sentence এর প্রথমে May অথবা Long live থাকে এবং শেষে Full stop থাকে।

গঠন প্রণালী:

1. May + subject + verb + ext.

যেমন:

তুমি জীবনে সুখী হও।

May you be happy in life. 

2. Long live + subject + ext.

যেমন:

আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক।

Long live our prime minister. 

Optative sentence example

 তুমি পরীক্ষায় ভাল ফলাফল কর।

May you make a good result in the examination.

 সে জীবনে উন্নতি করুক।

May he/she shine in life.

 আল্লাহ তোমার মঙ্গল করুক।

May Allah bless you.

 তুমি দাম্পত্য জীবনে সুখী হও।

May you be happy in your conjugal life.

 সে রোগ থেকে মুক্তি পাক

May he/she get rid of the disease

 আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘ জীবন লাভ করুক।

Long live our prime minister.

 তুমি দীর্ঘজীবি হও।

Long live you.

 আল্লাহ তোমার সাহায্য করুক।

May Allah help you.

 তুমি জীবনে বড় হও।

May you be great in life.

১০ আল্লাহ তোমার সুস্থ রাখুক।

May Allah keep you healthy.

Exclamatory sentence

Exclamatory sentence কাকে বলে: যে sentence দ্বারা কোন সুখ, দু:খ ও আবেগ প্রকাশ করা বোঝায় তাকে Exclamatory  sentence বলে।

যেমন:

তুমি কত বোকা!

What a fool you are!       

Exclamatory sentence বাংলায় চিনিবার নিয়ম: Exclamatory sentence দ্বারা কোন আবেগ প্রকাশ করা বোঝায় এবং বাক্যের শেষে বা Interjections যেমন: Hurrah, alas, oh, ah, bravo ইত্যাদির পরে বিষ্ময়সূচক চিহ্ন থাকে।

Exclamatory sentence ইংরেজিতে চিনিবার নিয়ম: Exclamatory sentence এর প্রথমে What + a/an অথবা How + adjective অথবা if অথবা Would that অথবা Had থাকে এবং শেষে note of exclamation (!) থাকে। আবাৱ প্রথমে Hurrah, alas, oh, ah, bravo ইত্যাদি থাকে এই শব্দগুলির পরেই note of exclamation (!) থাকে।

গঠন প্রণালী:

1. What + a/an + noun/adjective + noun + subject + verb + ext + (!)

যেমন:

কি সুন্দর পাখিটি!

What a fine bird it is!

2. How + adjective + subject + verb + ext + + (!)

যেমন:

সে কত বোকা!

How foolish he/she is!

3. If + Subject + were + ext + + (!) 

যেমন:

যদি আমি পাখি হতাম!

If I were a bird!

4. Would that + subject + could + verb + ext + (!) 

যেমন:

যদি আমি আকাশে উড়তে পারতাম!

Would that I could fly in the sky!

5. Had + subject + noun/v3 + ext + (!) 

যেমন:

যদি আমার পাখির মত ডানা থাকত!

Had I the wings of a bird!

যদি আমি রাজা হতাম!

Had I been a king!

Exclamatory sentence example

 তুমি কি বোকা!

What a fool you are!

 কি মনোরম দৃশ্য

What a charming scenery it is!

 মেয়েটি কত সুন্দরী!

How beautiful the girl is!

 পাখিটি কত সুন্দর।

How beautiful the bird is!

 কি মজা! আমরা খেলায় জিতেছি।

Hurrah! We have won the game.

 হায় হায়! আমার সর্বনাশ হয়েছে।

Alas! I am undone.

 যদি আমি কবি হতাম!

If I were a poet!

 আমি যদি গরীবদের সাহায্য করতে পারতাম!

Would that I could help the poor!

 আমার ষদি পাখির মত ডানা থাকতো!

Had I the wings of a bird!

১০ আমি যদি একটি প্রাসাদ বানাতে পারতাম!

Had I built a palace!

3 types of sentences

গঠন অনুযায়ী Sentence 3 প্রকার। যথা:

1. Simple sentence 

2. Compound sentence 

3. Complex sentence     

Simple sentence

যে sentence এ কোন Conjunction থাকে না এবং একটি মাত্র Finite verb থাকে তাকে Simple sentence বলে।

যেমন:

কাজটি করে সে চলে গিয়েছিল।

Doing the work, he went away.

Compound sentence

যে sentence এ দুটি মাত্র স্বাধীন Clause থাকে এবং এই স্বাধীন Clause দুটি and, but or দ্বারা যুক্ত হয় তাকে Compound sentence বলে।

যেমন:

সে কাজটি করেছিল এবং চলে গিয়েছিল।

He did the work and went away.

Complex sentence

যে Sentence এ একটি মাত্র স্বাধীন Clause এবং এক বা একাধিক অধীন Clause থাকে আর ঐ Clause গুলো since, as, because, though, although, if, that, so that, before, after, who, which, what, whom, whose, till, until, unless, ইত্যাদি subordinating conjunction দ্বারা যুক্ত হয় তাকে Complex sentence বলে।

যেমন:

যেহেতু সে অসুস্থ তাই সে কলেজে আসে নি।

As he was ill, he did not come to college.

যদিও লোকটি গরিব তবু সে সৎ।

Though the man is poor, he is honest.

পরিশেষে বলা যায় যে যদি কোন ছাত্রছাত্রী আমার Sentence কাকে বলে সহ sentence সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেলটি পড়ে তাহলে তার আর পরীক্ষার খাতায় ভুল ইংরেজি বা No sentence লেখা লাগবে না। যদি তার ইংরেজি পরীক্ষায় ফ্লি হ‍্যান্ড রাইটিং টপিক কমনও না পড়ে তাহলে সে ফ্লি হ‍্যান্ড রাইটিং এর যেকোন টপিক বানিয়ে লিখে পারবে। এতে একটা sentence ও ভুল হবে না। তাই সঠিকভাবে ইংরেজি লিখতে ও বলতে আমি মনে করি আমার Sentence kake bole আর্টিকেলটির বিকল্প নেই।

    রিলেটেড পোস্টসঃ

    একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    একটি মন্তব্য পোস্ট করুন

    1 মন্তব্যসমূহ
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad