Pronoun reference
Pronoun reference ইংরেজি গ্রামার এর একটি কঠিন টপিক। টপিকটি কঠিন বলার কারণ হলো sentence এর মধ্যে কোথায় Pronoun correction করতে হয় সেটা উল্লেখ থাকে না। বেশিরভাগ ছাত্রছাত্রীদের ইংরেজিতে দক্ষতা কম। ইংরেজিতে দক্ষতা কম থাকার কারণে তারা Pronoun correction করার সময় Sentence এর কোথায় pronoun এর ভুল আছে তা চিহ্নিত করতে পারে না। ফলে তারা যে Pronoun correction করে তা বেশিরভাগ ভুল হয়ে যায়। এছাড়া অনেকে Pronoun reference HSC টপিকটি কঠিন মনে করে এড়িয়ে যায় কিংবা কোন উত্তরই লেখে না। তাই আজ এই আর্টিকেলে আমি pronoun references এর সহজ নিয়ম তুলে ধরবো।
Pronoun reference HSC
সংজ্ঞাঃ Pro শব্দের অর্থ হল পরিবর্তে। আর Noun অর্থ নাম অর্থাৎ যে Word কোন Noun এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।
যেমন-
i) Mehedi
Hasan is a good boy. He is a good student.
ii) The
book is fine. It is very costly.
iii) Boys are
playing. They are innocent.
Pronoun ৮ প্রকার যথা:
1. Personal Pronoun.
2. Demonstrative Pronoun.
3. Interrogative Pronoun.
4. Relative Pronoun.
5. Indefinite Pronoun.
6. Distributive Pronoun.
7. Reflexive Pronoun.
8. Reciprocal Pronoun.
Personal
Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর
পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Personal Pronoun বলে।
যেমন-
I,
we, you, he, she, it, they, me, us, him, her, them, my, our, your, his, its,
their etc.
Example:
i)Akash is
intelligent. He is very active.
ii)
I know Mim. I will help her.
iii) Nayon's friend
is a doctor. His friend is very active.
Demonstrative
Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে
উহাকে নিদের্শ করে তাকে Demonstrative Pronoun বলে।
যেমন-
Example :
i)
The book is costly. This is my book. It is very interesting.
ii) I have bought a mobile phone. That is ultra-modern. It cost me 10,000 taka.
Interrogative Pronoun: যে Pronoun দ্বারা কোন প্রশ্ন
জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative Pronoun বলে।
যেমন-
Who, which, what whose, whom etc..
Example:
i) Krishma
is an intelligent girl in the college.
➡Who is an intelligent girl in the college?
ii)
I like black dress.
➡Which dress do you like?
Relative
Pronoun: যে Pronoun কোন Noun এর পরে বসে পূর্ববর্তী Noun এর সাথে সম্পর্ক স্থাপন করে এবং দুটি Sentence কে যোগ করে তাকে Relative Pronoun বলে।
যেমন-
Who, which, that, what, whose, whom etc..
Example:
i)
I know the boy who is honest.
ii) The bird which is
very fine has been brought from America.
iii)
I know the girl whose father is a doctor.
Indefinite
Pronoun: যে Pronoun কোন অনির্দিষ্ট ব্যক্তি বা
বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয় তাকে Indefinite Pronoun বলে।
যেমন-
One, none, other, another, many, few, some, several,
all, both etc..
Example:
i) One should
do one's duty.
ii) All are
honest.
iii) Some are
stupid.
Distributive Pronoun: যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা
বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা করে বোঝায় তাকে Distributive Pronoun বলে।
যেমন-
Every,
each, either, neither etc.
Example:
i) Each of
the boys is present.
ii) Every mother
loves her child.
iii) Neither pen
will do.
Reflexive
pronoun: যে Pronoun এর শেষে self/selves যুক্ত থাকে তাকে Reflexive pronoun বলে।
যেমন-
Myself, himself, herself, itself, ourselves,
yourselves, themselves, etc.
Example:
i)
Panna fans herself.
ii)
They killed themselves.
Reciprocal
pronoun: যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তির
মধ্যে পরস্পর কে বোঝায় তাকে Reciprocal pronoun বলে।
যেমন-
Each other, one another etc.
Example:
i)
The two boys help each other.
ii)
They love one another.
Rules of pronoun reference
Rule-1: কোন জড় পদার্থ বা ধারণার পরিবর্তে It বসে।
Example:
Here is your pen. Take it.
Rule-2: পুরুষ বা মহিলা হিসাবে
চিহ্নিত করা যায় না এ ধরণের প্রাণীর ক্ষেত্রে It বসে।
Example:
This is a dog. It is faithful
animal.
Rule-3: ছোট শিশুর পরিবর্তে It বসে।
Example:
I have a child. It is fine.
Rule-4: পূর্বে উল্লেখিত কোন বিবৃতির পরিবর্তে It বসে।
Example:
Kabir Hossain told a story and he knew it properly.
Rule-5: কোন Noun বা Pronoun কে জোর দিয়ে উল্লেখ করতে বা গুরুত্ব
প্রদানের জন্য It ব্যবহার হয়।
Example: It is Rabiul who is my
brother.
Rule-6: Impersonal
verb এর Subject হিসেবে It ব্যবহৃত হয়।
Example:
It is raining.
Rule-7: সময় বা আবহাওয়া নিদের্শ করতে It ব্যবহৃত হয়।
Example:
It is 5 o'clock
It is winter season.
Rule-8: Verb 'to be' এর পরে Real subject থাকলে এর পূর্বে Provisional subject হিসেবে It ব্যবহৃত হয়।
Example: It is easy to go there.
Rule-9: Person বা ব্যক্তি বোঝাতে who= কে
বা কারা, whom = কাকে, whose = কার বা কাদের ব্যবহৃত হয়।
Example: Who are you? Whose is this pen?
Rule-10: কোন বিষয়কে নির্দিষ্ট বা ইশারা করে বোঝাতে Demonstrative
pronoun (this, that, these, those etc. ব্যবহৃত হয়।
Example: This is
a book. That is my pen.
Rule-11: কর্তা ও কর্ম এক হলে Reflexive
Pronoun হয়।
Example:
I enjoyed the play myself.
Rule-12: কর্তা কারো সাহায্য ছাড়া
নিজেই কাজ করছে, ইহা জোর দেয়ার জন্য Emphatic
Pronoun ব্যবহৃত
হয়। এগুলো Subject বা Object এর পরে বসে।
Example:
I myself saw him.
Rule-13: কর্তা একাই কাজ করছে, এরূপ বোঝাতে Reflexive
Pronoun এর
পূর্বে by বসে।
Example:
Tanjila did the work by herself.
Rule-14: কিছু Verb যেমন- avail,
absent, exert, pride ইত্যাদি Reflexive Pronoun কে Object রূপে গ্রহণ করে।
Example: They should avail themselves of the golden offer.
Pronoun reference এর সহজ নিয়ম
1. কোন Singular ব্যক্তিবাচক Noun কে Pronoun করলে Subject এ he/she, Object এ him/her এবং Possessive এ his/her হয়।
যেমন-
i) The
student is very inactive. They must fail in
examination.
Ans:
He
ii)
I taught Dolon properly. They did not follow
my lecture.
Ans:
She.
iii) The
student should follow my duty.
Ans:
his
2. কোন Singular বস্তুবাচক Noun কে Pronoun করলে Subject এ It, Object এ It এবং Possessive its হয়।
যেমন-
i) Dhaka is
an old city. Dhaka is the capital of Bangladesh.
Ans:
It.
ii)
I have bought a mobile phone from America. The
mobile phone is very extra- ordinary.
Ans:
It.
3. কোন Plural ব্যক্তি বা বস্তু বাচক Noun কে Pronoun করলে Subject এ they হয়, Object এ them হয় এবং possessive এ their হয়।
যেমন:
i) The
children of our village are very active. It will do
better in future.
Ans:
They
ii)
I have read many books in my student life. It taught
me the life style.
Ans:
They.
iii)
I have seen many friends in my student life. They are not conscious of one's rights.
Ans:
their.
iv)
The queen of Sheba brought with her two garlands. She placed it before
the king.
Ans:
them.
v)
Between the two garlands, one is natural. And some bees were humming over them.
Ans:
it.
4. কোন কিছু নির্দিষ্ট করে বোঝালে Pronoun এর পরিবর্তে Noun বসে এবং ঐ Noun পূর্বে the বসে।
যেমন:
i)
Once upon a time there lived a rich man who bought a necklace for his wife.
Unfortunately it was lost.
Ans:
the necklace.
ii)
The man went to a famous teacher in order to learn English. He tried
his best to teach him.
Ans:
The teacher.
5. Relative Pronoun এর ক্ষেত্রে ব্যক্তির পরিবর্তে Who, বস্তুর বা ইতর প্রাণীর পরিবর্তে Which, ব্যক্তি বা বস্তু কোন কিছু না বোঝা গেলে that বসে। আর Possessive এর ক্ষেত্রে Whose এবং Object এর ক্ষেত্রে Whom বসে।
যেমন:
i)
There lived a man in a village which had a great attraction to
English.
Ans:
who.
ii)
Once upon a time there were many animals in the world who were
very beautiful to look at.
Ans:
which
iii)
I know the girl whom father is a doctor.
Ans:
whose.
6. Every, each, either, neither ইত্যাদি Singular. তাই এর পরে Possessive singular হয়।
যেমন:
i)
Every teacher and every principal should do their duty.
Ans:
his.
ii)
Either Noman or Aman did their homework.
Ans:
his.
iii)
Neither the teachers nor the principal has succeeded in his attempt.
Ans:
their.
7. Subject singular হলে Possessive singular হয় এবং Subject plural হলে Possessive plural হয়।
যেমন:
i)
The students have done his duties.
Ans:
their.
ii)
Farhana has completed their tasks.
Ans:
her.
8. দুই এর মধ্যে বোঝাতে Each other এবং দুই এর অধিক এর মধ্যে বোঝাতে one another হয়।
যেমন:
i)
Salam and Salma loves one another.
Ans:
each other.
ii)
Krishna, Tania and Mim help each other.
Ans: one
another.
9. One এর Possessive form one's. His/her/their one এর Possessive form নয়।
যেমন:
i)
One should do his duty.
Ans:
one's
ii)
One will try at her best to reach the goal.
Ans:
one's.
10. পূর্বের Sentence এ Possessive যুক্ত Noun থাকলে পরবর্তী Sentence এ Pronoun না বসে Noun বসে এবং ঐ Noun এর পূর্বে the বসে।
যেমন:
i)
The king killed a widow's son with an arrow. She was
shocked at the incident.
Ans:
The widow.
ii)
The teacher punished his brother's daughter. He was astonished.
Ans
: The brother.
11. After, before ও on+verb+ing এর পরে Pronoun না বসে Noun বসে এবং ঐ Noun এর পূর্বে the বসে।
যেমন:
i)
My friend sent me a message. After hearing it, I was sorry.
ii)
Keya Das has failed in the examination. This is a very bad news to her. On
hearing it, she committed suicide.
উপসংহারে বলা যায় যে sentence এর মধ্যে সঠিক Pronoun বসানো কঠিন হলেও এর নিয়মগুলো খুব সহজ। আপনি যদি আমার Pronoun reference HSC এর নিয়মগুলো পড়েন তাহলে নিশ্চিত এইচএসসি পরীক্ষায় আপনি Pronoun reference এ ভালো করতে পারবেন। তাই নিয়মগুলো বার বার পড়ুন এবং প্র্যাকটিস করুন।
রিলেটেড পোস্টসঃ
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।