Type Here to Get Search Results !

যেভাবে Free Hand Writing লেখা শিখবেন

 

Free hand writing, free hand writing rules, free hand writing লেখার নিয়ম, freehand writing, ফ্রি হ্যান্ড রাইটিং

Free hand writing

ইংরেজি গ্রামার এর মধ্যে Free hand writing খুব কঠিন। ইংরেজি গ্রামারের সব গ্রামাটিক্যাল আইটেমস সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে Free hand writing লেখা একেবারেই অসম্ভব। তাই  Free hand writing rules শিখতে সর্বপ্রথম Sentences, Tenses Vocabulary সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই তিনটি বিষয়ের উপর ভালো ধারণা না থাকলে কেউ ইংরেজি Free hand writing নির্ভুলভাবে লিখতে পারবে না।

বর্তমানে সৃজনশীল পরীক্ষার যুগেnকোন পরীক্ষায় ইংরেজিতে Free hand writing topics যেমন: Paragraph, Report, Dialogue, Letter, Application, Email, Composition ইত্যাদি কমন আসে না। ফলে বেশিরভাগ ছাত্র-ছাত্রীরা Free hand writing কমান না পাওয়ায় পরীক্ষার হলে কান্নার রোল পড়ে যায়। অথচ যদি কোন ছাত্র-ছাত্রীর Assertive sentence এবং Present indefinite tense সম্পর্কে ভালো ধারনা থাকে তাহলে এর মধ্য দিয়ে সে 90% free hand writing নির্ভুলভাবে লিখতে পারে। বাকি 10% এর জন্য আর তিনটি Tenses ও কয়েকটি Structures ফলো করতে হয়।

আজ এই আর্টিকেলের Free hand writing লেখার নিয়ম নিয়ে আলোচনা করব। আপনি যদি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে পরীক্ষা হলে আপনারা আর কান্নাকাটি করতে হবে না। পরীক্ষায় Free hand writing কমন না পড়লেও আপনি হলে বসে যেকোন Free hand writing topics নির্ভুলভাবে বানিয়ে লিখতে পারবেন। তাহলে এখন চলুন Free hand writing লেখার নিয়মগুলো দেখা যাক।

Free hand writing লেখার নিয়ম

Free hand writing লেখার জন্য Tenses অনুযায়ী নিচের Structures গুলো মুখস্ত করুন এবং Structures অনুযায়ী Free hand writing প্র্যাকটিস করুন।

Structures of freehand writing

Present indefinite tense:

বাংলায় চিনিবার নিয়ম : বাংলা ক্রিয়া পদটি সব সময় মূল রূপে থাকে অর্থাৎ ক্রিয়া পদের সাথে কোন কিছু যোগ থাকে না।

ইংরেজীতে চিনিবার নিয়ম : মূল Verb টি V1 থাকে অথবা মূল Verb এর সাথে s/es যোগ থাকে অথবা Sentence এর মধ‍্যে do/does উল্লেখ থাকে অথবা am/are/is + V3/noun/adjective  উল্লেখ থাকে।

গঠন প্রণালী :

❖❖ বাংলা বাক‍্যের মধ‍্যে ক্রিয়া পদ না থাকলে -----------------

1. Subject + am/are/is + ext.

যেমন:

i) সুমন একজন নিয়মিত ছাত্র ৷

Sumon is a regular student.

ii) যৌতুক একটি সামাজিক ব্যাধি ৷

Dowry is a social malady.

 iii) জনসংখ্যা আমাদের দেশে একটি বড় সমস্যা।

Population is a great problem in our country.

iv) রাজিব খুব মেধাবী।

Rajib is very meritorious.

v) নজরুল ইসলাম বাংলাদেশের বিদ্রোহী কবি।

Nazrul Islam is a rebel poet of Bangladesh.

❖❖ বাংলা বাক‍্যের মধ্যে ক্রিয়া পদ থাকলে -----------------

2. Subject+V1 অথবা V+s/es+ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) সে প্রতিদিন ইংরেজী শিখি।

He learns English every day.

ii) সে তাড়াতাড়ি বাড়ী যায় ৷

She goes home quickly.

iii) যতি ভাল গান গায়।

Joti sings well.

iv) তুমি সকালে হাটতে যাও।

You go out for a walk in the morning.

v) আকাশ প্রতিদিন নদীতে সাতার কাটে।

Akash swims in the river every day.

3. Subject+am/are/is+V3+ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) আামাদের পরিবেশ বিভিন্ন ভাবে দূষিত হয়।

Our environment is polluted in many ways.

ii) বর্ষাকালে প্রচুর গাছ লাগানো হয়।

A Lot of trees are planted in the rainy season.

iii) তাকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়।

He is punished enough.

iv) এই বছর বইটি প্রকাশিত হয়।

The book is published this year.

v) প্রতিদিন সকালে যথাযথ ভাবে কাজটি করা হয়।

The work is done properly in every morning.

Past indefinite tense:

বাংলায় চিনিবার নিয়ম : বাংলা ক্রিয়া পদের শেষে ল, লো, লে, লেন, লাম, নি, নাই ইত্যাদি উল্লেখ থাকে।

ইংরেজীতে চিনিবার নিয়ম : মূল Verb টি V2 থাকে অথবা Sentence এর মধ্যে did + V1 অথবা was/were + V3/noun/adjective  উল্লেখ থাকে

গঠন প্রণালী :

❖❖ বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াপদ না থাকলে অথবা ক্রিয়াপদ ছাড়া ছিল, ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি উল্লেখ থাকলে -------------------------------

1. Subject+was/were+ext.

যেমন:

i) সে খুব মেধাবী ছিল।

He was very meritorious.

ii) কবির সাহেব খুব বুদ্ধিমান ছিলেন।

Mr. Kabir was very intelligent.

iii) গতকাল সে অসুস্ত ছিল

She was ill yesterday.

iv) তুমি জীবনে অসুখী ছিলে।

You were unhappy in life.

v) অতীতে আমাদের কলেজের ক্যাম্পাস খুব সুন্দর ছিল।

The campus of our College was very beautiful in the past.

❖❖ বাংলা বাক‍্যের মধ‍্যে ক্রিয়া পদ থাকলে -----------------

2. Subject+V2 +ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) সে তাকে শাস্তি দিয়েছিল।

She punished him.

ii) তুমি সময় মত কলেজে এসেছিলে।

You came to college timely.

iii) তুমি ইংরেজিতে ফেল করেছিলে।

You failed in English.

iv) আমি তাকে সাহায্য করেছিলাম।

I helped him.

v) রুবেল জীবনে উন্নতি করতে পরিশ্রম করেছিল।

Rubel worked hard to prosper in life.

3. Subject+was/were/+V3+ ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) বইটি গত বছর প্রকাশিত হয়েছিল।

The book was published last year.

ii) তাকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছিল।

He was punished enough.

iii) আমার কলমটি গতকাল চুরি হয়ে্ছিল।

My pen was stolen yesterday.

iv) আমি একটি মোবাইল ফোন কিনেছিলাম।

I bought a mobile phone.

v) সে তার বন্ধুর সাথে দেখা করেছিল।

He met his friend.

Free hand writing rules

Future indefinite tense:

বাংলায় চিনিবার নিয়ম : বাংলা ক্রিয়া পদেৱ শেষে বে, বো, বেন, বা ইত্যাদি উল্লেখ থাকে।

ইংরেজীতে চিনিবাৱ নিয়ম: Sentence এর মধ্যে Shall/will+V1 অথবা shall be/will be + V3/noun/adjective  উল্লেখ থাকে।

গঠন প্রণালী :

❖❖ বাক‍্যের মধ্যে ক্রিয়াপদ না থাকলে অথবা ক্রিয়াপদ ছাড়া হবো, হবে, হবেন ইত্যাদি উল্লেখ থাকলে........

1. Subject+ shall/will + be +ext.

যেমন:

i) সে একজন গায়ক হবে।

He will be a singer.

ii) তুমি জীবনে সুখী হবে।

You will be happy in life.

iii) ছেলেটি ভবিষ্যতে বুদ্ধিমান হবে।

The boy will be intelligent in future.

iv) তুমি এটা শুনে খুশি হবে।

You will be happy to hear/on hearing this.

v) যুদ্ধে তারা জয়ী হব।

They will be victorious in the war.

❖❖ বাংলা বাক‍্যের মধ‍্যে ক্রিয়া পদ থাকলে -----------------

2. Subject+ shall/will+ V1 + ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) আকাশ এ বছর পরীক্ষা দিবে।

Akash will sit for the examination this year.

ii) সে ভাল ফলাফল করবে ৷

She will make a good result.

iii) সে পরীক্ষায় ফেল করবে।

He will fail in the examination.

iv) রিমা শিমাকে সাহায্য করবে।

Rima will help Shima.

v) আমি তোমাদের ইংরেজি শেখাব।

I will teach you English.

3. Subject+ shall be/will be+V3+ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) বইটি আগামী বছর প্রকাশিত হবে।

The book will be published next year.

ii) তাকে ভালভাবে শেখানে়া হবে।

He will be taught well.

iii) তোমাকে শাস্তি দেওয়া হবে।

You will be punished.

iv) গাছটি কাটা হবে।

The tree will be cut down.    

v)  তাকে  সংবাদটি পাঠানো হবে।

He will be sent the news.

পড়তে পারেনঃ

Present continuous tense:

বাংলায় চিনিবার নিয়ম : বাংলা ক্রিয়া পদের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন ইত্যাদি উল্লেখ থাকে।

ইংরেজী চিনিবার নিয়ম : Sentence এর মধ্যে am/are/is + verb + ing অথবা am / are / is + being+ V3 উল্লেখ থাকে।

গঠন প্রণালী :

1. Subject+are/are/is+verb+ing+ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) তারা মাঠে খেলা করিতেছে।

They are playing in the field.

ii) সে এখন ইংরেজী শিখিতেছে।

He is learning English now.

iii) সে এখন কলেজে যাইতেছে।

She is going to college now.

iv) আশিক ইংরেজি পড়িতেছে।

Ashik is reading English.

v) সে নদীতে সাতার কাটিতেছে।

He is swimming in the river.

2. Subject+am/are/is+being+v3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে পাওয়া গেলে)

যেমন:

i) এখন কাজটি করা হইতেছে।

Now the work is being done.

ii) বইটি দ্রুত ছাপা হইতেছে।

The book is being printed rapidly.

iii) তাকে সাহায্য করা হইতেছে।

He is being helped.

iv) মোবাইল ফোনটি বিক্রয় করা হইতেছে।

The mobile phone is being sold.

v) সংবাদটি এখন পাঠানো হইতেছে।

The news is being sent.

Present perfect tense:

বাংলায় চিনিবার নিয়ম :  বাংলা ক্রিয়া পদের শেষে ইয়াছি, ইয়াছে, ইয়াছো, ইয়াছেন ইত্যাদি উল্লেখ থাকে।

ইংরেজীতে চিনিবার নিয়ম : Sentence এর মধ‍্যে have/has+V3 অথবা have/has + been+V3 উল্লেখ থাকে।

গঠন প্রণালী :

1. Subject+have/has+V3+ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) সে এই মাত্র এখানে আসিয়াছে।

She has come here just now.

ii) তুমি সম্প্রতি একটি ফোন কিনিয়াছো।

Recently you have bought a phone.

iii) সেলিম বাড়িটি বিক্রয় করিয়াছে।

Selim has sold the building.

iv) অহনা এইমাত্র ব্যাচে আসিয়াছে।

Ahona has come to batch just now.

v) ফারহানা ভালভাবে প্রস্ততি নিয়াছে।

Farhana has taken a good preparation.

2. Subject+have/has + been + v3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে )

যেমন:

i) উপন্যাসটি ভালভাবে লেখা হইয়াছে।

The novel has been written well.

ii) তাকে সংবাদটি পাঠানো হইয়াছে।

He has been sent the message.

iii) বইগুলো প্রকাশিত হইয়াছে।

The books have been published.

iv) সংবাদটি পাঠানো হইয়াছে।

The news has been sent.

v) মোবাইল ফোনটি খুলনা থেকে ক্রয় করা হইয়াছে।

The mobile phone has been bought from Khulna.

Freehand writing

✽✽ বাংলা বাক‍্যে "পারি, পারে, পারেন" ইত্যাদি উল্লেখ থাকলে--------

গঠন প্রণালী:

1. Subject+can+V1+ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) সে সমস্যাটি সমাধান করতে পারে।

He can solve the problem.

ii) তারা গরীবদের সাহায্য করতে পারে।

They can help the poor.

iii) রুনা একাকী বাড়ি যেতে পারে।

Runa can go home alone.

iv) সেলিনা ভাল লিখতে পারে।

Selina can write well.

v) নিশিত ভাল গান গাইতে পারে।

Nishit can sing well.

2. Subject+can be+V3+ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন

i) কাজটি করা যেতে পারে।

The work can be done.

ii) পরিবেশ দূষণ প্ৰতিরোধ করা যেতে পারে।

Environment pollution can be prevented.

iii) তোমাকে সাহায্য করা যেতে পারে।

You can be helped.

iv) গাড়িটি ক্রয় করা যেতে পারে।

The car can be bought.

v) গাছটি কাটা যেতে পারে।

The tree can be cut down.

✽✽ বাংলা বাক‍্যে "উচিত" উল্লেখ থাকলে-----------

গঠন প্রণালী:

1. Subject+should+V1+ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

i) আমাদের পিতামাতাকে মান্য করা উচিৎ।

We should obey our parents.

ii) তাদের কাজটি করা উচিৎ।

They should do the work. 

iii) আমাদের প্রতিদিন সংবাদপত্র পড়া উচিৎ।

We should read newspaper every day.

iv) তোমাদের কাজটি করা উচিৎ।

You should do the work.

v) আমাদের প্রতিবছর প্রচুর গাছ লাগানো উচিৎ।

We should plant more trees every year.

2. Subject + should be + v3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) ধুমপান বর্জন করা উচিৎ।

Smoking should be given up.

ii) সমস্যাটি সমাধান করা উচিৎ।

The problem should be solved.

iii)  কাজটি করা উচিৎ।

The work should be done.

v)  প্রতিবছর প্রচুর গাছ লাগানো উচিৎ।

Lots of trees should be planted every year.

ফ্রি হ্যান্ড রাইটিং

✽✽ বাংলা বাক‍্যে "অবশ‍্যই" উল্লেখ থাকলে----------

গঠন প্রণালী:

1. Subject + must + V1 + ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন:

i) আমরা অবশ্যই গরীবদেৱ সাহায্য করবো।

We must help the poor.

ii) আমি অবশ্যই তার সাথে দেখা করবো।

I must meet him.

iii) মেহেদী অবশ্যই পরীক্ষায় ভাল ফলাফল করবে।

Mehedi must make a good result in the examination.

iv) সে অবশ্যই পরীক্ষায় ফেল করবে।

He must fail in the examination.

v) আমরা অবশ্যই সমস্যাটি সমাধান করবো।

We must solve the problem.

2. Subject + must be + v3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)

যেমন

i) চোরটিকে অবশ্যই শাস্তি দেওয়া হবে।

The thief must be punished.

ii) গাড়িটি অবশ‍্যই বিক্রয় করা হবে।

The car must be sold.

iii) তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে।

He must be punished.

iv) তোমাকে অবশ্যই ইংরেজি শেখানো হবে।

You must be taught English.

v) মোবাইল ফোনটি অবশ্যই মেরামত করা হবে।

The mobile phone must be repaired.

✽✽ বাংলা বাক‍্যে "আছে/ছিল" উল্লেখ থাকলে------------

গঠন প্রণালী:

1. There + be verb + subject.

যেমন:

i) আমাদেব কলেজে একটি ফুল বাগান আছে।

There is a flower garden in our college.

ii) আমাদেব গ্রামে অনেক গবীব লোক আছে।

There are many poor men in our village.

iii) আমাদের প্রতিষ্ঠানে একজন বোকা আছে।

There is a fool in our institution.

iv) আমার বইতে অনেক কবিতা ছিল।

There were many poems in my book.

v) গাছে একটি পাখি ছিল।

There was a bird on the tree.

N.B:

I = am, was, shall, have.

He, She, it, যে কোন Single nameGerund = is, was, will, has.

এইগুলি বাদে বাকী সব= are, were, have.

N.B: Negative Sentence এর ক্ষেত্রে সাহায্যকারী verb এর পরে একটি not বসে। আর Interrogative Sentence এর ক্ষেত্রে সাহায‍্যকারী Verb টি Subject এর পূর্বে বসে।

পরিশেষে বলা যায় যায় Free hand writing লেখা শিখতে আমার লেখা Structure গুলোর কোন বিকল্প নেই। আপনি যদি সব Structure গুলো মনে না রাখতে পারেন তাহলে Free hand writing লেখার নিয়ম এর ক্ষেত্রে আপনার জন্য শুধুমাত্র Present indefinite tense এর Structure গুলো যথেষ্ঠ। আপনি শুধুমাত্র Present indefinite tense এর তিনটি Structures প্র্যাকটিস করুন আর পরীক্ষার হলে 90% Free hand writing topics নির্ভুলভাবে নিজে নিজে তৈরি করে লিখুন।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad