Type Here to Get Search Results !

Dialogue about Choice of Career with Bangla

Dialogue about choice of career,choice of career dialogue,choice of career dialogue class 8,dialogue choice of career

Question:

Write a dialogue between two friends about choice of career.

Answer:

Dialogue about choice of career

Sagor: Hello friend. How are you?

Nodi: I am fine.  But you?

Sagor: I am also fine by the grace of Allah.  Let's discuss a matter.

Nodi: What the matter?

Sagor: About the choice of our career.

Nodi: Okay.

Sagor: We are HSC first-year students now. So, we should choose our career from this time.

Nodi: You are absolutely right.   Success in life depends on the right choice of career.

Sagor: Exactly. Can I know about the choice of your career?

Nodi: Of course. Why not?  I want to be a doctor. Do you like this profession?

Sagor: Of course, I do.  It is a noble profession. Can you tell me why you choose this profession?

Nodi: Listen.  Most of the people in our country are poor.  They are deprived of the services of doctors due to lack of money.

Sagor: Right. In our country people do not get good treatment due to poverty.   Especially those who live in villages cannot consult a good doctor.

Nodi: I want to serve poor people.

Sagor: Really?

Nodi: Yes, of course. Can you tell me about the choice of your career?

Sagor: Of course.  Then listen.  I want to be a teacher.

Nodi: Most of the students choose to be doctors, engineers and administrators.   Why do you want to be a teacher?

Sagor: A teacher is an architect of a nation. Only teachers can gift a beautiful nation. After being a teacher, I will make many good students. One day, they will become doctors or engineers and administrators like you.  Then all my dreams will come true together.  And, I will be blessed in life. 

Nodi: The choice of your career is incomparable. May Allah fulfill the desire of your mind.

Sagor: May Allah fulfill the desire of your mind too.

Nodi: Thank you, friend.

Sagor: Welcome.

পড়তে পারেনঃ

Choice of career dialogue

প্রশ্ন:

কর্মজীবন পছন্দ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখ।

উত্তর:

বাংলা অনুবাদ:

সাগর: হ্যালো বন্ধু। কেমন আছো?

নদী: ভাল আছি। কিন্তু তুমি?

সাগর: আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসো একটি বিষয় নিয়ে আলোচনা করি।

নদী: কি বিষয়?

সাগর: আমাদের ক্যারিয়ারের পছন্দ সম্পর্কে।

নদী: ঠিক আছে।

সাগর:  আমরা এখন এইচএসসি প্রথম বর্ষের ছাত্রছাত্রী। তাই এখন থেকে আমাদের ক্যারিয়ার বেছে নেওয়া উচিত।

নদী: তুমি একেবারেই ঠিক বলেছো। জীবনের সফলতা নির্ভর করে ক্যারিয়ারের সঠিক পছন্দের উপর।

সাগর: একদম ঠিক। আমি কি তোমার ক্যারিয়ারের পছন্দ সম্পর্কে জানতে পারি?

নদী: অবশ্যই। কেন নয়? আমি একজন ডাক্তার হতে চাই। তুমি কি এই পেশা পছন্দ করো?

সাগর: অবশ্যই করি। এটি একটি মহৎ পেশা। তুমি কি আমাকে বলতে পারো তুমি কেন এই পেশা বেছে নিয়েছো?

নদী: বলছি শোন। আমাদের দেশের বেশির ভাগ মানুষ গরীব। তারা টাকার অভাবে ডাক্তারদের সেবা থেকে বঞ্চিত হয়।

সাগর: ঠিক। আমাদের দেশে মানুষ দারিদ্র্যের কারণে ভালো চিকিৎসা পায় না। বিশেষভাবে যারা গ্রামে থাকে তারা ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারে না।

নদী: আমি গরীব মানুষের সেবা করতে চাই।

সাগর: সত্যি?

নদী: হ্যাঁ, অবশ্যই।  তুমি কি তোমার পছন্দের ক্যারিয়ার সম্পর্কে বলবে?

সাগর: অবশ্যই। তাহলে শোন। আমি শিক্ষক হতে চাই।

নদী: বেশিরভাগ শিক্ষার্থীই ডাক্তার, ইঞ্জিনিয়ার ও প্রশাসক হতে পছন্দ করে। কেন তুমি শিক্ষক হতে চাও?

সাগর: শিক্ষক জাতির নির্মাতা। শুধুমাত্র শিক্ষকই পারে একটি সুন্দর জাতি উপহার দিতে। আমি শিক্ষক হয়ে অনেক ভাল ছাত্রছাত্রী তৈরি করবো। তারাই একদিন তোমার মত ডাক্তার বা ইঞ্জিনিয়ার ও প্রশাসক হবে। তখন আমার সব স্বপ্ন একসাথে পূরণ হবে। আর আমি জীবনে ধন‍্য হবো।

নদী: তোমার পছন্দের ক‍্যারিয়ারের তুলনা হয় না। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক।

সাগর: আল্লাহ তোমারও মনের আশা পূরণ করুক।

নদী: ধন্যবাদ, বন্ধু।

সাগর: স্বাগতম।

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad