Type Here to Get Search Results !

মাত্র ৭ দিনে হাতের লেখা সুন্দর ও ঝকঝকে করার ১০টি গোপন কৌশল

 

হাতের লেখা সুন্দর করার কৌশল,হাতের লেখা সুন্দর করার উপায়,হাতের লেখা,how to improve handwriting,how to make handwriting beautiful

হাতের লেখা সুন্দর করার কৌশল

পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ। হাতের লেখা সুন্দর না হলে শিক্ষকরা ভালভাবে খাতা দেখেন না। ফলে ভাল লিখলেও লেখা সুন্দর না হলে ভাল নম্বর পাওয়া যায় না। আজ আমি এই আর্টিকলে মাত্র ৭ দিনে হাতের লেখা সুন্দর করার কৌশল শেয়ার করেছি। আপনি এই কৌশলগুলো ফলো করলে নিশ্চিত আপনি হাতের লেখা সুন্দর করতে পারবেন। চলুন তাহলে হাতের লেখা সুন্দর করার কৌশল গুলো এখন জানা যাক।

হাতের লেখা সুন্দর  ঝকঝকে করার সেরা ১০টি গোপন কৌশল

১। নিয়মিত প্র্যাকটিস করুন

প্রতিদিন ১৫–২০ মিনিট হাতে লেখা চর্চা করুন। সুন্দর লেখার বই বা কপি ব্যবহার করে অনুশীলন করুন।

২। সঠিক পেন ও কাগজ ব্যবহার করুন

ভালো মানের কলম ব্যবহার করলে লেখার গতি ও সৌন্দর্য বাড়ে। অনেকেই জেল পেন দিয়ে সুন্দর লিখতে পারেন, কেউ কেউ বল পেনে ভালো লেখেন। যেটায় আপনি স্বচ্ছন্দ বোধ করেন সেটা ব্যবহার করুন।

৩। একই স্টাইলে অনুশীলন করুন

একেক সময় একেকভাবে লিখলে লেখা সুন্দর হয় না। তাই একটি নির্দিষ্ট হাতের লেখা স্টাইল বেছে নিয়ে সেটাতে অনুশীলন করুন।

৪। ধৈর্য নিয়ে লিখুন

দ্রুত লেখার চেষ্টায় হাতের লেখা খারাপ হয়। শুরুতে ধীরে ধীরে ও মনোযোগ দিয়ে লেখার অভ্যাস করুন।

৫। লাইন ধরে লিখুন

লাইনবিহীন খাতায় প্র্যাকটিস করবেন না। লাইনের উপর ভারসাম্য রেখে অক্ষর বসাতে শিখুন।

৬। প্রতিটি অক্ষর পরিষ্কার করে লিখুন

অক্ষর গুলো যেন একটার সাথে আরেকটা মিশে না যায়। ইংরেজিতে a, o, e, u এবং বাংলায় খ, ঘ, ম, স, শ অক্ষরগুলো পরিষ্কার করে লিখুন।

৭। হাতের ভঙ্গি ঠিক রাখুন

পেন ধরা ও কাগজের অবস্থান সঠিকভাবে সেট করুন। অতিরিক্ত চাপ দিয়ে লিখবেন না।

৮। সুন্দর হাতের লেখার কপি অনুসরণ করুন

ভালো লেখার নমুনা দেখে অনুশীলন করলে চোখেও অভ্যেস হয় এবং হাতে লেখা নকল করেও শেখা যায়।

৯। Copy Writing বা 'বর্ণচর্চা' বই ব্যবহার করুন

শিশুদের মতো করে সুন্দর বর্ণচর্চার কপি ফলো করলে হাতের লেখা দারুণ হয়ে যায়।

১০। নিজের লেখা বিশ্লেষণ করুন

আপনি কীভাবে লিখেছেন, কোথায় ভুল হচ্ছে, কোন অক্ষরগুলো ভালো হয়নি এসব দেখুন এবং উন্নতির জন্য চেষ্টা করুন।

অতিরিক্ত টিপস:

১। প্রতিদিন একটি করে ছোট অনুচ্ছেদ সুন্দর করে লিখে প্র্যাকটিস করুন।

২। Handwriting improvement apps বা ইউটিউব ভিডিও ফলো ফলো করুন।

৩। প্র্যাকটিসের জন্য Double ruled খাতা ব‍্যবহার করুন।

পরিশেষে, সুন্দর হাতের লেখা শুধু পরীক্ষায় নম্বর বাড়ায় না, ব্যক্তিত্বের প্রতিফলনও ঘটায়। তাই ভাল ফলাফল করতে হলে যেকোনভাবে হাতের লেখা সুন্দর করতে হবে। আপনি যদি আমার এই আর্টিকেলের হাতের লেখা সুন্দর করার কৌশল গুলো ফলো করেন তাহলে নিশ্চিত আপনি আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন। এধরনের পোস্ট পড়তে আপনি সবসময় আমার ব্লগসাইটের সাথেই থাকুন।

রিলেটেড পোস্টসঃ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.