Type Here to Get Search Results !

Used to vs Be Used to Difference

 

Used to vs be used to difference, used to vs be used to, used to vs be used to grammar, used to vs be used to grammar rules

Be used to  Used to এর গঠন দেখতে একই রকম হলেও এদের অর্থ ও ব্যবহার একদম আলাদা। চল জানি এদুটির ব‍্যবহার ও পার্থক্য–

1. Used to

অতীতে কোনো কাজ নিয়মিত করা হত কিন্তু এখন আর করা হয় না এমন অর্থে Used to ব‍্যবহার হয়।
ব‍্যবহার:
Used to + Main verb free

যেমন:

a) I used to play cricket when I was a child.
👉 আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম (এখন আর খেলি না)।

b) She used to live in Dhaka.
 
👉 সে আগে ঢাকায় থাকত (এখন নেই)।

2. Be used to

কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়া আর বর্তমানে এখন স্বাভাবিক মনে হয় এমন অর্থে Be used to ব‍্যবহার হয়।
ব‍্যবহার:
Be (am/is/are/was/were) + used to + verb+ing বা noun.

যেমন:

a) I am used to getting up early.
 
👉 আমি সকাল সকাল উঠতে অভ্যস্ত।

b) He is used to spicy food.
 
👉 সে মসলাযুক্ত খাবারে অভ্যস্ত।

 c) They were used to living alone.
 
👉 তারা একা থাকায় অভ্যস্ত ছিল।

📌 Used to vs Be Used to পার্থক্য:

Be used to

a) অতীতে করা হত কিন্তু এখন করা হয় না।

b) Used to +V1

c) I used to swim.

Be Used to

a) এখন অভ‍্যস্ত

b) Be used to +Verb+ing/noun

c) I am used to eating late.

💐 নিজকে টেস্ট করো:

Question:

I used to ….(smoke).

কমেন্টে উত্তর দাও ?????

💐 লেখাটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলো না।

পড়তে পারেনঃ

  1. Completing sentence exercise with answer
  2. Right Form of Verb Exercise
  3. Passage Narration Exercise

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.