Be used to ও Used to এর গঠন দেখতে একই রকম হলেও এদের অর্থ
ও ব্যবহার একদম আলাদা। চল জানি এদুটির ব্যবহার ও পার্থক্য–
1. Used to
অতীতে কোনো কাজ নিয়মিত করা হত কিন্তু এখন আর করা হয় না এমন
অর্থে Used
to ব্যবহার হয়।
ব্যবহার: Used
to + Main verb free
যেমন:
a) I used to play cricket when I was a
child.
👉 আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম (এখন আর খেলি না)।
b) She used to live in Dhaka.
👉 সে আগে ঢাকায় থাকত (এখন নেই)।
2. Be used to
কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়া আর বর্তমানে এখন স্বাভাবিক
মনে হয় এমন অর্থে Be used to ব্যবহার হয়।
ব্যবহার: Be (am/is/are/was/were) + used to
+ verb+ing বা noun.
যেমন:
a) I am used to getting up early.
👉 আমি সকাল সকাল উঠতে অভ্যস্ত।
b) He is used to spicy food.
👉 সে মসলাযুক্ত খাবারে অভ্যস্ত।
c) They were used to living alone.
👉 তারা একা থাকায় অভ্যস্ত ছিল।
📌 Used to vs Be
Used to পার্থক্য:
Be used to
a) অতীতে করা হত কিন্তু এখন করা হয় না।
b) Used to +V1
c) I used to swim.
Be Used to
a) এখন অভ্যস্ত
b) Be used to +Verb+ing/noun
c) I am used to eating late.
💐 নিজকে টেস্ট করো:
Question:
I used to ….(smoke).
কমেন্টে উত্তর দাও ?????
💐 লেখাটি ভালো লাগলে লাইক, শেয়ার ও
ফলো করতে ভুলো না।
পড়তে পারেনঃ